pakistani-army-1কুলভূষণ যাদবকে নিয়ে আন্তর্জাতিক আদালতে মুখ পোড়ানোর পর এবার ফের ভারতের বিরুদ্ধে বিষোদগার শুরু করল পাকিস্তান l পাক সেনা বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল হাবিব জাহির কোথায়, এ বিষয়ে ভারতের কাছে জানতে চাইছে নওয়াজ সরকারl
চলতি বছরের ৬ এপ্রিল নেপাল থেকে নিখোঁজ হয়ে যান পাকিস্তানি সেনা বাহিনীর ওই আধিকারিক l নেপাল বিমানবন্দরে নামার পর থেকেই আর কোনও খোঁজ নেই হাবিবের l সেনা অফিসারের খোঁজ না পেয়ে, পাকিস্তান দাবি করে, হাবিবকে তুলে নিয়ে গিয়েছে ভারত l ভারতের গুপ্তচর সংস্থা ‘র’-ই ওই কাজ করিয়েছে বলে দাবি করে তারা l যদিও, পাকিস্তানের সমস্ত দাবি নস্যাত করে দিয়েছে দিল্লি l কিন্তু, এই প্রথম অফিসিয়ালি হাবিবের খোঁজ শুরু করে ভারতের কাছে জানতে চেয়েছে ইসলামাবাদ l
তবে হাবিব নিখোঁজ হওয়ার পর থেকেই ভারতের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে পাকিস্তান l এর আগে নেপাল বিদেশ মন্ত্রকের সাহায্য ও চাওয়া হয়েছে নওয়াজের দেশের তরফে l তবে, নেপাল স্পষ্ট জানিয়েছে, পাক সেনা অফিসারকে খোঁজার কাজ শুরু হয়েছে l তল্লাশি এখনও চলছে l
চিত্র ও খবর সৌজন্যে : india.com
Advertisements