Pakistanসীমান্তে প্রতিদিন সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। চলছে ভারতীয় সেনাদের উপর বর্বরোচিত আক্রমণ। পাকিস্তানের এই আচরণের প্রতিবাদ স্বরূপ গতকাল কোলাঘাটে হিন্দু সংহতির পক্ষ থেকে পাকিস্তানের জাতীয় পতাকা পুড়ানো হল।

কোলাঘাট হিন্দু সংহতির কর্মীদের তরফে বলা হয়— ” ভারতীয় সেনাদের মণ্ডছেদন করে পাকিস্তান নির্মম ভাবে মারছে। এমনকি গত পরশু পাকিস্তান সেনাদের গুলিতে দু’জন ভারতীয় জাওয়ানকে মারা হল। পাকিস্তানের এই সীমাহীন ঔদ্ধ্যতের প্রতি ধিক্কার জানাতে আমরা এই বিক্ষোভ কর্মসূচী আয়োজন করেছি।”

Advertisements